এবারে ইস্টবেঙ্গলের অন্যতম বড় ভরসা সৌভিক চক্রবর্তী

গত মরসুমে আইএসএল জয়ী তারকা কেমন খেলেন তার ওপর লাল হলুদের ভাগ্য অনেকটা নির্ভরশীল

ইস্টবেঙ্গলের জার্সিতে গত মরসুমে দারুণ প্রভাবিত করেছিলেন হীরা মণ্ডল

নতুন দল বেঙ্গালুরুর হয়ে ইতিমধ্যেই ডুরান্ড কাপ জিতে নিয়েছেন হীরা

হীরার মতো প্রবীর দাসেরও এবারে কলকাতার বদলে নতুন ঠিকানা বেঙ্গালুরু

তারকা ফুলব্যাকের দিকে নজর তো থাকবেই

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গত বার হ্যাটট্রিক করে শোরগোল ফেলে দিয়েছিলেন কিয়ান নাসিরি

ভারতীয় ফুটবলের উঠতি তারকা মোহনবাগানের ফরোয়ার্ড

ঋত্বিক দাসের গোলেই গত মরসুমে শিল্ড জিতেছিল জামশেদপুর এফসি

এবারও মিডফিল্ডারের ওপর নজর থাকবেই