গত মরসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন গ্রেগ স্টুয়ার্ট

দল বদল করেও মুম্বই সিটির হয়ে কিন্তু নতুন মরসুমের শুরুটা বেশ ভালই করেছেন স্টুয়ার্ট

আইএসএলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হলেন বার্থ ওগবেচে

গত মরসুমের সর্বোচ্চ গোলদাতার ওপর নজর থাকাটাই খুব স্বাভাবিক

গত মরসুমে এটিকে মোহনবাগানের হয়ে নিজের সেরাটা দিতে পারেননি হুগো বৌমাস

তবে মাঝমাঠ থেকে তাঁর দক্ষতার বিষয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন হয় না

সবুজ মেরুনের প্রাক্তন গোলমেশিন রয় কৃষ্ণও গত মরসুমে চোট আঘাতের জেরে একেবারেই ফর্মে ছিলেন না

তবে বেঙ্গালুরুর হয়ে কৃষ্ণ-সুনীল ছেত্রী জুটি কেমন খেলে, সেইদিকে কিন্তু অনেকেরই নজর থাকবে

এটিকে মোহনবাগানের আরেক মিডফিল্ডার জনি কাউকোর দিকেও বিশেষ নজর থাকবে

সবুজ মেরুনে এ মরসুমে ভাল ফলাফল করার জন্য কাউকোর ভাল খেলাটা ভীষণই জরুরি