দিনকয়েক আগেই আমস্টারডামে নতুন রেস্তোরাঁ খুলেছেন সুরেশ রায়না

ভারতের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এই রেস্তোরাঁয়

কলকাতা, মুম্বইয়ের মতো শহরে বিরাটের ওয়ানএইট কমিউন নামক রেস্তোরাঁ রয়েছে

সুরেশ রায়নাও কিন্তু বিরাটের রেস্তোরাঁর খাবার উপভোগ করেছেন

বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেবও ২০০৮ সালে এই ব্যবসায়ের সঙ্গে যুক্ত হন

ইলেভেনস নামক এই রেস্তোরাঁ পাটনায় রয়েছে

বর্তমান ভারতীয় অলরাউন্ডার জাডেজাও রেস্তোরাঁর মালিক

জাড্ডুস ফুড ফিল্ড নামক রেস্তোরাঁটি ২০১২ সালে খোলা হয়

জাহির খানের রেস্তোরাঁ পুণেতে অবস্থিত

জাহিরের রেস্তোরাঁর নাম ডাইন ফাইন