বার্সালোনা তথা উরুগুয়ের তারকা ডিফেন্ডার রোনাল্ড আরাহুকেও বিশ্বকাপে খেলতে দেখা যাবে না

উরুতে চোট পাওয়ায় তিন মাস মাঠের বাইরে তিনি

পেশিতে চোটের জেরে অস্ত্রোপ্রচার করাতে হয়েছে কান্তেকে

তাই তিনি বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার কাতারে খেলতে পারবেন না

রোমার হয়ে অভিষেক ঘটানোর পর পরেই জর্জনিয়ো ওয়াইনালডম চোটের কবলে পড়েন

নেদারল্যান্ডসের হয়ে তাই বিশ্বকাপে ওয়াইনালডমেরও মাঠে নামা হচ্ছে না

সদ্যই গত সপ্তাহে পেশিতে চোট পান ডিয়োগো জোটা

এর ফলেই জোটার আর বিশ্বকাপ খেলা হচ্ছে না

হাঁটুর চোটে রিস জেমস বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন

তবে বিশ্বকাপের একেবারে শেষে তিনি ফিরলেও ফিরতে পারেন