সকল ভারতীয় ফুটবলপ্রেমীদের যেন প্রত্যাশপূরণ হল। তাঁরা যেটা চাইছিলেন, সেটাই হল।



এসিএল টু-তে মোহনবাগান ও এফসি গোয়া, দুই ভারতীয় দল গ্রুপ পর্বে খেলার ছাড়পত্র পয়েছে।



সেই টুর্নামেন্টেই আবার রোনাল্ডোর আল নাসরও রয়েছে।



প্রত্যাশামতো ভারতের ক্লাব এফসি গোয়ার সঙ্গে এক গ্রুপে রয়েছে আল নাসর।



তাহলে কি অবশেষে ভারতে প্রতিযোগিতামূলক ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডকে খেলতে দেখা যাবে?



উত্তরটা ভারতীয় সমর্থকদের জন্য বেশ হতাশাজনকই। সম্ভবত রোনাল্ডো ভারতে আসবেন না।



নতুন চুক্তিতে নাকি এমন ধারা রয়েছে যার দরুণ রোনাল্ডোকে এসিএল টু-র অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে না।



অর্থাৎ রিপোর্ট অনুযায়ী 'সিআর৭'-কে ভারতে খেলতে দেখার স্বপ্ন হয়তো পূরণ হচ্ছে না।



এফসি গোয়ার গ্রুপে আল জাওরা এসসি, এফসি ইস্তিকললও রয়েছে।



মোহনবাগানের গ্রুপে ফুলাদ মোবারাকে সেপাহান এসসি, আল হুসেইন ও আহল এফসি রয়েছে।