কী কারণে জর্জিনা কোনও পার্টি আয়োজন করতে পারেন না?

Published by: ABP Ananda

মতান্তরে সর্বকালের সর্বসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

তাঁর ফুটবল মাঠের পাশাপাশি ব্যক্তিগত জীবনও সমানভাবে প্রচারের আলোয় থাকে

প্রায় নয় বছর ধরে জর্জিনার সঙ্গে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো

দুইজনের সন্তানও রয়েছে

তবে যাই হোক রোনাল্ডোর বান্ধবী জর্জিনা কখনই পার্টি আয়োজন করতে পারেন না

২০১৭ সালের ২৪ এপ্রিলের এল ক্লাসিকোয় রোনাল্ডোদের জয় সুনিশ্চিতভেবেই আগেভাগে পার্টির আয়োজন করে রেখেছিলেন জর্জিনা

তবে রোনাল্ডো তো ম্যাচ খারাপ খেলেনই, রিয়াল ম্যাচও হারে

উল্টে মেসির জোড়া গোলে পরাজিত হতে হয় রিয়ালকে

তারপর থেকেই রিপোর্ট অনুযায়ী জর্জিনাকে পার্টি আয়োজন করা থেকে নিষেধ করে দেন রোনাল্ডো। তাঁর ধারণা এমন করলে তাঁর ম্যাচ খারপ যেতে পারে