গত মরশুমে বার্সেলোনায় যোগ দিলেও সদ্যই এ মরশুমে আবার ম্য়াঞ্চেস্টার সিটিতে ফিরেছেন ইলকায় গুন্দোয়ান জাও ফেলিক্স ২০২৩ সালে চেলসিতে লোনে যোগ দিয়েছিলেন, এ মরশুমে পাকাপাকিভাবে তিনি লন্ডনের ক্লাবে সই করেছেন ম্যান ইউনাইটেডের জার্সিতেই খ্যাতির শিখরে পৌঁছনোর সফর শুরু হয়েছিল রোনাল্ডোর, তিনি ২০২১ সালে ফের একবার ইউনাইটেডে যোগ দেন রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ ওয়েন রুনি এভারটনের হয়ে কেরিয়ার শুরু করেন, সেই ক্লাবেই কেরিয়ারের শেষ লগ্নে ফেরেন রুনি মতান্তরে আর্সেনালের সর্বসেরা ফুটবলার থিয়রি অঁরি ২০১২ সালে এমএলএস থেকে আর্সেনালে লোনে যোগ দেন আর্সেনালের চিরপ্রতিদ্বন্দ্বী টটেনহ্যামে খ্যাতির শিখরে পৌঁছন গ্যারেথ বেল, ২০২০-২১ মরশুমে ফের একবার সেই ক্লাবে যোগ দেন তিনি চ্যাম্পিয়ন্স লিগে চেলসিকে বিদায় জানান দিদিয়ের দ্রোগবা, দ্বিতীয়বার ক্লাবে ফিরে তিনি আরও এক প্রিমিয়ার লিগ জেতেন লিভারপুলের তারকা স্ট্রাইকার রবি ফাওলার ২০০৬ সালে ফের মার্সিসাইড ক্লাবে প্রত্যাবর্তন ঘটান তরুণ রোমেলু লুকাকু বেলজিয়াম থেকে চেলসিতে যোগ দেন, ২০২১ সালে আবারও ব্লুজের হয়ে সই করলেও তিনি লোনেই বেশি সময় কাটিয়েছেন জুনিনিও এক নয়, মিডলসবরো ছাড়ার পর দুইবার ক্লাবের হয়ে আবারও সই করেন