কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েই অবসর ঘোষণা অ্যাঙ্খেল দি মারিয়ার কলম্বিয়ার বিরুদ্ধে কোপা ফাইনালেও ম্যাচের সেরা হয়েছেন আর্জেন্তিনার জার্সিতে বড় টুর্নামেন্টের ফাইনাল মানেই নায়ক দি মারিয়া অলিম্পিক্সের ফাইনালে গোল করেছিলেন কোপা আমেরিকা, ফাইনালিসিমা ও বিশ্বকাপ ফাইনালেও গোল রয়েছে কলম্বিয়ার বিরুদ্ধে গোল না পেলেও তাঁর দৌড় চাপে ফেলে দেয় প্রতিপক্ষকে ভক্তরা তাঁকে ভালবেসে ডাকেন 'সুপার মারিয়া' দি মারিয়া বলেছেন, ট্রফি জিতে বিদায় নেওয়ার স্বপ্ন দেখতেন তিনি ৩৬ বছরের দি মারিয়া দেশের জার্সিতে ১৪৫ ম্যাচে করেছেন ৩১ গোল ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন এল ফিদেও (ছবি - দি মারিয়া ও কোপা আমেরিকার ফেসবুক)