মেসি না রোনাল্ডো, বিশ্বের সর্বাধিক বেতনপ্রাপ্ত ফুটবলার কে? প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেঞ্জেমা সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার পরেই তাঁর বেতন বহুগুণে বাড়ে। আল ইত্তিহাদের অধিনায়কের বেতন ১০৬ মিলিয়ন ডলার। বেঞ্জেমার মতোই একই বছরে নেমারও ইউরোপ ছেড়ে সৌদিতে নিজের ফুটবল খেলার সিদ্ধান্ত নেন। তিনি আল হিলালে যোগ দিয়ে সিংহভাগ সময়ই মাঠের বাইরে কাটালেও নেমার কিন্তু চোখধাঁধানো ১০৮ মিলিয়ন ডলার বেতন পান। রিপোর্ট অনুযায়ী এ মরশুমে এমবাপে পিএসজির থেকে কম বেতনেই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। তাও লস ব্লাঙ্কোসের সর্বকালের সর্বাধিক বেতনপ্রাপ্ত ফুটবলারের আয় ১১০ মিলিয়ন ডলার। তালিকার প্রথম দুইয়ে কারা রয়েছেন তা নিশ্চয়ই বলে দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না। যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলা লিওনেল মেসির বেতন ১৩৫ মিলিয়ন ডলার। ৩৯ বছর বয়সেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শুধু ফুটবল নয়, বরং বিশ্বের সবথেকে বেশি বেতনপ্রাপ্ত ক্রীড়াবিদ। মেসির প্রায় দ্বিগুণ, ২৬০ মিলিয়ন ডলার বেতন পান সৌদি আরবে খেলা 'সিআর৭'।