আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের সবচেয়ে বড় গাঁট ছিল মুম্বই সিটি এফসি সোমবারের আগে পর্যন্ত আটবারের সাক্ষাতে ছবারই হেরেছিল সবুজ-মেরুন শিবির দুটি ম্যাচ ড্র হয়েছিল তবে সোমবার উলটপুরাণ, মুম্বই সিটিকে ২-১ গোলে হারিয়ে লিগশিল্ড চ্যাম্পিয়ন হল মোহনবাগান ২৮ মিনিটে মোহনবাগানের হয়ে প্রথম গোল করেন লিস্টন কোলাসো ম্যাচের ৮০ মিনিটে দ্বিতীয় গোল জেসন কামিংসের ৮৯ মিনিটে ব্যবধান কমান লালিয়ানজুয়ালা ছাংতে ৯০ মিনিটে ব্রেন্ডন হামিল লাল কার্ড দেখে বেরিয়ে যান শেষ লগ্নে দশজনের মোহনবাগানকে পেয়েও গোল শোধ করতে পারেনি মুম্বই এই জয়ের ফলে লিগশিল্ড জিতে নিল সবুজ-মেরুন শিবির (ছবি - পিটিআই, MBSG)