৩৯-এ পা দিলেন মতান্তরে সর্বকালের সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো



দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্ধারিত হওয়ার পর রোনাল্ড রিগানের নামে ক্রিশ্চয়ানো রোনাল্ডোর নামকরণ করা হয়



আট বছর বয়সে অ্যান্ডোরিনা নামক এক ছোট্ট ক্লাব থেকে 'সিআর৭' নিজের যাত্রা শুর করেন



এই ক্লাবেরই কিটম্যান ছিলেন তাঁর বাবা হোসে দিনিস অ্যাভিইরো



২০০৯ সালে বিশ্বরেকর্ড ৮০ মিলিয়ন ইউরোতে দিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনাল্ডো



লস ব্লাঙ্কোসের হয়ে ৯ বছরে ৪টি ব্যালন ডি'অর, দু'টি লা লিগা এবং চারটি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন রোনাল্ডো



জাতীয় দলের জার্সি গায়ে রোনাল্ডো ২০৫টি ম্যাচ খেলে সর্বাধিক ১২৮টি গোল করেছেন



তাঁর জন্মস্থান মাদেইরার বিমানবন্দরটি ২০১৭ সালে তাঁর নামে 'ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আন্তর্জাতিক বিমানবন্দর' নামাঙ্কিত করা হয়



রোনাল্ডোর নামে এক মিউজিয়ামও রয়েছে সেখানে



সিআর৭-র নামে ২০১৫ সালে এক গ্যালাক্সিরও নামকরণ করা হয়