তিনদিনের জন্য ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি
কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতে গিয়েছেন বিশ্বজয়ী আর্জেন্তাইন সুপারস্টার
কিন্তু কোনও মাঠেই কোনও ম্য়াচ খেলতে দেখা যায়নি তাঁকে
জানা গিয়েছে মেসির বাঁ পায়ের ইন্সুরেন্স করা হয়েছে, যার মূল্য ৯০০ মিলিয়ন ডলার
দেশের জার্সিতে বা ক্লাবের জার্সিতে খেলা ছাড়া চোট পেলে চিকিৎসার খরচ পাবেন না
এই ঝুঁকি এড়ানোর জন্যই কোনও প্রদর্শনী ম্য়াচও খেলেননি মেসি
আর্জেন্তিনার অধিনায়ক হওয়ার পর প্রথম ম্য়াচ যুবভারতী স্টেডিয়ামে খেলেছিলেন মেসি
কিন্তু সেই মেসি সুপারস্টার ছিলেন না, এখন মেসি বিশ্বজয়ী সুপারস্টার
ম্যাচ না খেললেও তিনটি মাঠেই বল পায়ে নিয়েছেন
বাচ্চা বাচ্চা ছেলে মেয়দের সঙ্গে পাসিং বল খেলতেও দেখা গিয়েছে মেসিকে