প্রতিটি বাড়ির রান্নাঘরে নুন সহজেই পাওয়া যায় জ্যোতিষশাস্ত্রে নুনের বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে জ্যোতিষশাস্ত্রে, বলা হয় নুন শুক্র এবং চন্দ্রের সঙ্গে যুক্ত বাড়িতে নুনের পাত্রে লবঙ্গও রাখতে পারেন এটি সুখ এবং সমৃদ্ধি বজায় রাখে এতে ঘরে ইতিবাচক শক্তি আসে এবং সম্পদ বৃদ্ধি পায় ঘরের কোণে নুন রাখলে নেতিবাচক শক্তি নষ্ট হয় কাঁচের পাত্রে নুন রেখে দিলে উপকার পাওয়া যায় ভাগ্যে যদি সমস্যা দেখা দেয় তাহলে নুন দান করা খুবই উপকারী, এমনটা বলা হয় নুন নষ্ট করবেন না, মাটিতে ফেলবেন না কোন ব্যক্তির হাতে সরাসরি নুন দেবেন না এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে,