শিব-পার্বতীর পুত্র গণপতিকে সমস্ত রাশির অধিপতি বলে মনে করা হয় ভগবান গণেশের পূজা ছাড়া কোনো শুভ কাজ শুরু করা যায় না প্রাচীন মন্দিরের গর্ভগৃহের উত্তরে বাম বা ডান কাণ্ড বিশিষ্ট বিনায়কের উপবিষ্ট মূর্তির প্রতিপত্তি দেখা যায় বাড়ির প্রধান প্রবেশদ্বারে ভগবান গণেশের মূর্তি বা একটি বর্গাকার সিঁদুরের পান্নার পূজা করা হয় এই প্রতিকারে সকল প্রকার বাস্তু দোষ ও বাধা দূর হয় পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে ষোলটি আচারই হোক বা অন্য কোনো শুভকাজ হোক না কেন সেগুলিকে পূজা না করলে তা সম্পূর্ণ বলে গণ্য হয় না জ্যোতিষশাস্ত্রে উল্লিখিত নবগ্রহগুলিও শুভ কাজে স্মরণ করা হয় তবে শ্রী গণেশ জিকে প্রথমে স্মরণ করা হয় ভগবান গণেশের হাজার হাজার নাম আছে কিন্তু বিনায়ক, গজানন গণপতি কারণ তিনি গণের অধিপতি