আধার কার্ড হোল্ডোরদের জন্য সুখবর। বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার।

আগে UIDAI-এর প্রকাশিত বার্তা জানিয়েছিল,বিনামূল্যে আধার আপডেট করা যাবে ১৪ জুন ২০২৩ পর্যন্ত, এখন যা বাড়ানো হয়েছে।

এখন আপনার আধার কার্ড আপডেট করার জন্য তিন মাস আর সময় দেওয়া হয়েছে। অনলাইনে আপডেট করতে পারেন এই কার্ড।

UIDAI জানিয়েছে, ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ আপলোড করতে পারবেন আধার কার্ডে।

আপনার আধার কার্ডের তথ্য সঠিক রাখতে বিনামূল্যে কার্ড আপডেট করতে https://myaadhaar.uidai.gov.in -এ যেতে হবে গ্রাহককে।

তবে CSC কেন্দ্রে আপডেট করার জন্য ২৫ টাকা চার্জ দিতে হবে।

UIDAI-এর এই পোর্টালে ঠিকানা, নাম ইত্যাদি তথ্য আধার কার্ডে আপডেট করা যেতে পারে।

এর জন্য ব্যবহারকারীদের আধার নম্বর এবং মোবাইল নম্বর প্রয়োজন।

আপনি মোবাইল নম্বরে OTP এর মাধ্যমে ঠিকানা ও অন্যান্য তথ্য পরিবর্তন করতে পারবেন।

১০ বছরে হয়ে গেলে কার্ড আপডেটের অনুরোধ করেছে UIDAI কর্তৃপক্ষ।