ফরাসি ওপেনের সেমিফাইনালে রাফায়েল নাদাল বিশ্বের ১ নম্বর নোভাক জকোভিচকে হারিয়ে শেষ চারে নাদাল চার সেটের লড়াইয়ে নাদালের পক্ষে ফল ৬-২,৪-৬, ৬-২, ৭-৬ (৭-৪) ২৫২ মিনিটের কঠিন লড়াই হয় ২ কিংবদন্তীর মধ্যে প্রথম সেটে জিতেছিলেন নাদাল, দ্বিতীয় সেটে পাল্টা জয় ফিরেছিলেন জকোভিচ কিন্তু পরের ২ সেটে পরপর জিতে যান নাদাল, শেষ সেটে টাইব্রেকারে জয় সেমিতে রাফায়েল নাদালের সামনে আলেকজান্ডার জেভেরেভ ১৪ তম ফ্রেঞ্চ ওপেন জয়ের সবচেয়ে বড় দাবিদার নাদাল জকোভিচ ছিটকে যাওয়ায় এখন শীর্ষবাছাই নাদালই এই মুহূর্তে পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক নাদাল