জমকালো পোশাক, চড়া মেকআপ নয়, বরং নো মেকআপ লুকই পছন্দের শুধু পার্টি বা অনুষ্ঠান নয়, নো মেকআপ লুকে বিয়েও হচ্ছে মেকআপ নিয়ে সড়গড় নন যাঁরা, নো মেকআপ লুক আনতে পারেন তাঁরাও তাই স্কুল, কলেজ, অফিস বা পার্টি নোট মেকআপ লুক জনপ্রিয় হচ্ছে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ক্লেনজিং-টোনিং-ময়েশ্চারাইজার মেকআপ বা কনসিলার, যত হালকা হয়, ততই ভাল সানস্ত্রিন অবশ্যই লাগাবেন, টিন্টেড সানস্ক্রিনও চলবে কায়দা করে চোখ আঁকার দরকার নেই, কাজল, মাস্কারাতেই কেল্লাফতে ব্লাশের ব্যবহার ত্যাগ করুন, লিপ এবং চিক টিন্ট কিনুন বাড়িতে বসেই নো- মেকআপ লুক, প্রসাধনীও লাগে ন্যূনতম