সাদা কালো শাড়িতে দাদা সাহেব ফালকে অনুষ্ঠানের রেড কার্পেটে হাজির শীবা চড্ডা। ফ্লোরাল প্রিন্ট শাড়িতে নজর কাড়লেন অভিনেত্রী রশ্মি দেশাই। রেড কার্পেটে ঝলমলে উপস্থিতি অভিনেত্রী তেজস্বী প্রকাশের। দাদাসাহেব ফালকের রেড কার্পেটে হাজির খুদে বিগ বস তারকা। খুদে বিগ বস তারকার সঙ্গে রেড কার্পেটে অনুপম খের। রুপোলি লেহঙ্গায় ঝলমলে উপস্থিতি অভিনেত্রী ও ইউটিউবার আয়েশা আহমেদের। এদিন অনুষ্ঠানে এসেছিলেন বরুণ ধবন, মোহিত চৌহান সহ একাধিক তারকা। দাদাসাহেব ফালকের রেড কার্পেটে এক ফ্রেমে ধরা দিলেন আলিয়া ভট্ট ও রেখা। লাইমলাইট কাড়লেন তাঁরাই। সবুজ লেহঙ্গা ও পুরাতনী সাজে নজর কাড়লেন অভিনেত্রী বিদ্যা বালন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেতা অভিনেত্রীদের সমস্ত রেড কার্পেট লুক।