Image Source: Farhan Akhtar Instagram
অভিনয় হোক পরিচালনা বা কথায় সুর দেওয়া! ফারহান আখতার মানেই 'তুম হো তো গা তা হ্যাঁয় দিল'...
সেই তিনি যে প্রথম বিবাহবার্ষিকীর শুভেচ্ছাবার্তাতেও নিজের 'সিগনেচার' রাখবেন, তাতে আর আশ্চর্য কী!
১৯ ফেব্রুয়ারি শিবানী দান্ডেকরের সঙ্গে তাঁর বিয়ের ১ বছর পূর্তি হল।
বিয়ের ছবি দিয়েই ফারহান লিখলেন, 'হ্যাপি ৩৬৫...হিয়ার'স টু ইনফিনিটি।'
গত বছর ফেব্রুয়ারিতে একেবারে ছোট অনুষ্ঠান করে বিয়ে সেরেছিলেন দুজন।
অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন শিবানীর পরিবার, অভিনেত্রী রিয়া চক্রবর্তী, অমৃতা অরোরা।
আসেন সপরিবার হৃত্বিক রোশনও। তা ছাড়া ফারহানের তরফে জোয়া আখতার তো ছিলেনই।
এদিন ফারহানের পোস্ট আসতেই দম্পতির জন্য শুভেচ্ছার জোয়ার বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
অভিষেক বচ্চন থেকে সুজান খান, সকলেই অভিনন্দন জানান ফারহান-শিবানীকে।
স্বামীর পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন শিবানীও। শুভেচ্ছা আসে ভক্তদের তরফেও।
সমস্ত দেখুন
মিলেমিশে
দেবলীনা-নীলের নতুন ছবি
'হীরামান্ডি'র টিজার লঞ্চ অনুষ্ঠান
ইমন চক্রবর্তীর 'বসন্ত উৎসব'