১০ বছর পূর্ণ সঞ্জয় লীলা বনশালী পরিচালিত 'গোলিওঁ কি রাসলীলা রামলীলা'র। বিশেষ দিনকে স্মরণ করে পরিচালকের সঙ্গে দশক-ব্যাপী সম্পর্ক ফিরে দেখলেন রিচা চাড্ডা।



২০১৩ সালে মুক্তি পায় 'গোলিওঁ কি রাসলীলা রামলীলা'। এরপর ফের পরিচালকের ওয়েব সিরিজ 'হীরামান্ডি'তে অভিনয় করতে দেখা যাবে রিচাকে।



'রামলীলা'য় ছিলেন রণবীর সিংহ, দীপিকা পাড়ুকোন তো ছিলেনই, সঙ্গে ছিলেন রিচা চাড্ডা, গুলশন দেবাইয়া, সুপ্রিয়া পাঠক, শরদ কেলকর, অভিমন্যু সিংহ।



রিচা চাড্ডা 'রামলীলা'র এক দশক পর ফের সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে ফের 'হীরামান্ডি'তে কাজ করার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন।



তিনি বলেন, 'হিন্দি সিনেমা জগতে খুব কমই অভিনেতা আছেন যাঁরা ওঁর (সঞ্জয় লীলা বনশালী) 'লার্জার দ্যান লাইফ' ছবিতে ফের কাজ করার সুযোগ পান।'



'SLB-র সঙ্গে কাজ করা যে কোনও অভিনেতার সারাজীবনের জন্য বড় অভিজ্ঞতা।'



'ওঁর সঙ্গে দু'বার কাজ করার সুযোগ পেয়ে আমি আপ্লুত, বিশেষত যখন আমরা 'গোলিওঁ কি রাসলীলা, রামলীলা'র দশ বছরের মাইলফলক উদযাপন করছি।'



১৯৪০-এর দশকের ভারতের স্বাধীনতা সংগ্রামের উত্তাল সময়ের গণিকা ও তাঁদের পৃষ্ঠপোষকদের কাহিনি নিয়ে তৈরি 'হীরামাণ্ডি' ওই নামেরই জেলার সাংস্কৃতিক বাস্তবতাকে তুলে ধরবে।



'হীরামান্ডি' ওয়েব সিরিজে দেখা যাবে অদিতি রাও হায়দরি, মণীষা কৈরালা, সোনাক্ষী সিংহ, শর্মিন সেহগল, সঞ্জীদা শেখকে।



কাজের ক্ষেত্রে রিচা চাড্ডাকে সম্প্রতি দেখা গেছে কমেডি ঘরানার 'ফুকরে ৩' ছবিতে।