১২ নভেম্বর, দেশজুড়ে দীপাবলি উদযাপন। তারই মাঝে প্রেক্ষাগৃহে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি নিয়ে হাজির 'টাইগার' সলমন খান।



দীপাবলির দিনেও প্রেক্ষাগৃহে প্রথম শো ছিল ভোর ৬টা নাগাদ। ভাইজানের ছবি নিয়ে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে।



YRF স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি 'টাইগার ৩'-তে পাঠানের শাহরুখ ও ওয়ারের হৃত্বিক রোশন থাকবেন আগেই শোনা গিয়েছিল।



নজর কেড়েছে পাঠান ও কবীরের ক্যামিও দৃশ্য। সেই সঙ্গে অনুরাগীদের নজর কেড়েছে অ্যাকশন দৃশ্যগুলি।



একাধিক ইন্ডাস্ট্রি ট্রেড অ্যানালিস্টের মতে সলমন খানের এই ছবি প্রথম দিনে ৪০ কোটি টাকার মতো আয় করতে পারবে।



তবে অপর একাংশ যদিও ছবির প্রথম দিনের বিপুল আয় নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। কারণ, এদিন সাধারণ মানুষের ঘরে ঘরে পুজো হবে। লোক কম প্রেক্ষাগৃহে আসবে।



তবে এদিন ভোর থেকেই ভিড় উপচে পড়তে থাকে প্রেক্ষাগৃহে। ইতিবাচক প্রতিক্রিয়া মেলে দর্শকের থেকে।



তরণ আদর্শ একটি পোস্ট করে জাতীয় মাল্টিপ্লেক্স চেনগুলিতে কত আয় হয়েছে মোটামুটি একটি হিসেব দিয়েছেন, যার মধ্যে পিভিআর, আইনক্স, সিনেপলিস আছে।



দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই চেনগুলি থেকে ১০.৮৫ কোটি টাকা আয় করেছে। এরপর গোটা দিন আছে, সেই সঙ্গে একাধিক সিঙ্গল স্ক্রিনও রয়েছে।



প্রথম দিনের ব্যবসার নিরিখে 'টাইগার ৩' এখনও শাহরুখের 'পাঠান' বা 'জওয়ান'-এর ধারেকাছে পৌঁছয়নি, যেগুলি প্রথম দিনে যথাক্রমে ৫৭ কোটি ও ৭৫ কোটি টাকা আয় করেছিল।



Thanks for Reading. UP NEXT

স্পাই ইউনিভার্স থেকে ২৪০০ কোটি আয়, টাইগার-৩ কি রেকর্ড গড়বে?

View next story