৩৭ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কাতারে নিজের কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামবেন

উরুগুয়ের জার্সিতে সর্বাধিক ৫৫ গোলের মালিক লুইস সুয়ারেজ কাতারে শেষবার নামবেন বিশ্বকাপের মঞ্চে

সের্জিও র‍্যামোজের শেষ বিশ্বকাপ হয়ত কাতার বিশ্বকাপই, তিনি স্পেনের ডিফেন্সের স্তম্ভ

জার্মানির তেকাঠির নীচে গত এক দশক ভরসা জোগানো ম্যানুয়েল ন্যুয়ারও কাতারেই হয়ত শেষবার মাঠে নামবেন

হয়ত নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামবেন আর্জেন্তিনার সুপারস্টার লিওনেল মেসিও

২০১৮ ব্যালন ডি অঁর জয়ী লুকা মদ্রিচও কাতারে শেষ বিশ্বকাপ খেলবেন

পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কির শেষ বিশ্বকাপ হতে পারে

ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিসের শেষ বিশ্বকাপ হতে চলেছে কাতারেই, ১০৮ ম্য়াচ দেশের হয়ে খেলেছেন তিনি

রাশিয়া বিশ্বকাপে খেলেননি, কাতারে নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামবেন বেঞ্জেমা

স্পেনের মিডফিল্ডে স্তম্ভ সের্জিও বুস্কেটস শেষ বিশ্বকাপ খেলবেন কাতারেই