বহুদিন পরে চোট সারিয়ে এই সিরিজে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন কেএল রাহুল

দলের অধিনায়কও তিনি, তাই তাঁর ফর্ম ও ফিটনেসের দিকে তো নজর থাকবেই

রাহুলের মতোই বহুদিন চোটের জেরে দলের বাইরে ছিলেন কুলদীপ যাদবও

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে কামব্যাকটা ভাল করেছেন, এবার টি-টোয়েন্টির পর ৫০ ওভারেও ফর্ম বজায় রাখা কুলদীপের চ্যালেঞ্জ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ সেরা হয়েছিলেন শুভমন গিল, দুরন্ত ছন্দে দেখায় তাঁকে

এই সিরিজে রাহুল ফিরলেও, তিনি ওপেনও করবেন এবং তাঁর দিকে নিঃসন্দেহে সকলের নজরও থাকবে

ঈশান কিষাণ ভারতের এশিয়া কাপের স্কোয়াডে জায়গা না পেয়ে হতাশা প্রকাশ করেছিলেন

কিষাণের সামনে এই সিরিজে সুযোগ নিজেকে প্রমাণ করার, যদিও ফর্ম্যাটটি ভিন্ন

রাহুল, কুলদীপের মতোই দীপক চাহারও আইপিএলের আগে থেকে চোটের জন্য দলের বাইরে ছিলেন

বিশ্বকাপের আগে তাঁর ফর্ম ও ফিটনেসের দিকেও বিশেষ নজর থাকবে