করোনার টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ায় আটকে পড়েছেন কিংবদন্তি নোভাক জকোভিচ, তুঙ্গে বিতর্ক
জকোভিচের মতোই করোনার টিকা নেননি টেনিস খেলোয়াড় ডমিনিক থিয়েম
গ্রিসের টেনিস তারকা জানিয়েছেন, এ ব্যাপারে জোর করার পক্ষপাতী নন তিনি
প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট ব্রমউইচের তারকা ক্যালাম রবিনসনও করোনার টিকা নেননি
করোনার টিকা নেননি বাস্কেটবলার মাইকেল পোর্টার জুনিয়রও
বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জোশুয়া কিমিচ কিছুদিন আগেই জানিয়েছিলেন, তিনি করোনার টিকা নেননি
বক্সার ফ্লয়েড মেওয়েদার বলেছেন, 'আমেরিকা আমাদের হাতে করোনার টিকা নেওয়া বা নেওয়ার বিকল্প দিয়েছে।'
গল্ফার ব্রাইসন দেশাম্বু সাফ বলেছেন, 'আমি স্বাস্থ্যবান, করোনার টিকার প্রয়োজন নেই।'
এনবিএ তারকা ব্র্যাডলি বিলও করোনার টিকা নিতে অনিচ্ছা প্রকাশ করেছেন