বড়দিনের বড় চমক। কন্যা রাহাকে প্রথমবার প্রকাশ্যে নিয়ে এলেন রণবীর সিংহ আর আলিয়া ভট্ট ক্রিসমাস ট্রি-এর সামনে ছোট্ট দেবী। বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভারের কন্যা। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে নিয়েছেন বিপাশা। ঘরোয়া পার্টিতে ক্রিসমাস উদযাপনে সোহম কপূর, আনন্দ আহুজা আর ছোট্ট বায়ু। ক্রিসমাসের সন্ধ্যায় সূর্য নাম্বিয়ার সঙ্গে ডিনার ডেটে অভিনেত্রী মৌনী রায়। ২ থেকে ৩ হওয়ার পরে প্রথম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধিমা ঘোষ শেয়ার করে নিলেন গৌরব আর ছোট্ট বেদের ছবি। বিয়ের পরে প্রথম ক্রিসমাস। প্রিয় সিদ্ধার্থের সঙ্গে আদুরে ক্রিসমাস কাটালেন তাঁর কি ওরফে কিয়ারা আডবাণী। বাড়িতে, ঘরোয়া পার্টিতে ক্রিসমাস উদযাপন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি। ক্রিসমাসের আনন্দে মজে সদ্য বিবাহিত পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। আলোয় মোড়া শহরে তাঁরা বেরিয়ে পড়লেন ক্রিসমাসের আনন্দ গায়ে মাখতে। বাড়িতে লাল পোশাকে ঋতাভরী যেন সান্তাক্লজই। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সান্তাক্লজের সঙ্গে ছবি। স্ত্রী সৃজা ও কন্যাকে নিয়ে ক্রিসমাস উদযাপন অভিনেতা অর্জুন চক্রবর্তীর।