বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি বিপুল জনপ্রিয়তা পেয়েছেন, তৈরি করে নিয়েছেন নিজের ফ্যানবেস। তিনি অনুপম রায়।



সদ্য মুক্তি পেয়েছে তাঁর জনপ্রিয় গান 'বাউন্ডুলে ঘুড়ি'-র একটি নতুন ভার্সন যেটি গেয়েছেন অনুপম নিজেই।



জনপ্রিয় এই শিল্পী নিজেই গান লেখেন ও পরিচালনা করেন, সেই সঙ্গে তাঁর গায়ক সত্ত্বা তো রয়েছেই।



গান লিখতে বসলে, কী কী নিয়ম মেনে চলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়?



অনুপম জানান, গান লেখার সময় তেমন কোনও বিশেষ নিয়ম মেনে চলেন না তিনি।



কেবল নিজের ঘর আর শান্ত পরিবেশ হলেই গান লিখে ফেলতে পারেন অনুপম।



তবে কেবল গান লেখা নয়, অনুপম নিজের লেখা গানের পরিচালনার সঙ্গেও যুক্ত থাকতে ভালবাসেন।



নিজের লেখা গান সবসময় নিজে না গাইলেও, পরিচালনা করতে ভালবাসেন অনুপম।



অনুপম বলেন, গান তৈরির সময়টাই নাকি তাঁকে সবচেয়ে বেশি টানে।



আগামীকে অনুপমের হাতে রয়েছে একাধিক ছবির কাজ।