আজ থেকে শুরু হল গণেশ পুজো
গোটা দেশে ধুমধাম করে উদযাপিত হয়
সিদ্ধিদাতা গণেশের পুজো উপলক্ষ্যে প্রস্তুতি থাকে তুঙ্গে
১০ দিনের পুজোয় থাকে একাধিক থিমের ছোঁয়া
মহারাষ্ট্রের এটি প্রধান পুজো
তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, গুজরাত, ওড়িশা, গোয়াতেও পুজো হয়
পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় হয় পুজো
শাস্ত্র অনুযায়ী, চলতি বছর ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থী আরম্ভ রাত ১২টা ১৭ মিনিটে
পঞ্চামৃত, লাল কাপড়, নারকেলের জল, সুপারি, লবঙ্গ, ঘি, কর্পূর, গঙ্গাজল, গণেশের প্রিয় সাদা ফুলের ব্যবহার
পুজোর সময়ে গণেশের মূর্তি বদ্ধ ঘরে নয়, বরং খোলামেলা জায়গায় রাখুন