কুমোরটুলি জুড়ে চলছে গণেশ প্রতিমার চূড়ান্ত প্রস্তুতি।

রাত পেরোলেই চতুর্থী

মূর্তি মুড়িয়ে দেওয়া হয়েছে প্লাস্টিকে।

বৃষ্টি থেকে বাঁচতে

আরও বেশি দামের মূর্তিও পাওয়া যাচ্ছে ।

বড় গণেশের দাম ৪ থেকে ১০ হাজার টাকা।

ঝোঁক বেড়েছে ছোট মূর্তি কেনার।

এই বছর বারোয়ারি পুজোয় বড় মূর্তির চাহিদা একটু কম

৪০০-৫০০ টাকার মূর্তিও মিলছে যথেষ্ট।

আছে ১০ হাজার টাকার প্রতিমাও।

চলছে অন্য প্রতিমা তৈরির কাজও

গণেশ চতুর্থীর পর বিশ্বকর্মা পুজো

যা খুব শিগগিরি পাড়ি দেবে দূরে কোথাও

গণেশ মূর্তির সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে মা দুর্গার ছোট ছোট প্রতিমাও

মাস্ক পরে পসরা সাজিয়ে বসছেন বিক্রেতারা।

করোনা কাঁটা প্রভাব এখনও কাটেনি

দুর্গা প্রতিমাতে মাটির প্রলেপ দেওয়ার কাজও

কোথাও কোথাও গণেশের পাশাপাশিই চলছে

লাল টুকটুকে এই গণেশ

কুমোরটুলিতে নজর কেড়েছে