আগামীকাল, ১০ সেপ্টেম্বর দেশ জুড়ে পালিত হবে গণেশ চতুর্থী উৎসব।

গণেশ চতুর্থী উৎসব

প্রতিবছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে হয় গণেশ পুজো।

গণেশ চতুর্থী উৎসব

বেলা ১২টা ১৭ মিনিটে শুরু হয়ে রাত ১০ টা পর্যন্ত চলবে চতুর্থী তিথি।

গণেশ চতুর্থী উৎসব

মহারাষ্ট্রে গণেশ চতুর্থী মহা ধুমধাম করেই হয়ে থাকে।

গণেশ চতুর্থী উৎসব

বিগত কয়েক বছর ধরে বাংলায় গণেশ পুজো বেড়েছে।

গণেশ চতুর্থী উৎসব

তাই গণেশের প্রিয় মোদকের চাহিদাও বাড়ছে।

গণেশ চতুর্থী উৎসব

বাঙালি এতদিন গণেশকে লাড্ডু ভোগই দিয়ে আসত।

গণেশ চতুর্থী উৎসব

তবে এখন অনেকেই মোদক দিতে পছন্দ করছেন।

গণেশ চতুর্থী উৎসব

কলকাতার একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানে এখন নানা ধরণের মোদক পাওয়া যাচ্ছে।

গণেশ চতুর্থী উৎসব

মহারাষ্ট্রে মূল যে মোদক তৈরি হয় তা হল উৎকৃযা মোদক।

গণেশ চতুর্থী উৎসব

এই মোদকের আকৃতি অনেকটা বাংলার সিদ্ধ পুলির মতো।

গণেশ চতুর্থী উৎসব

এছাড়াও থাকছে গণেশের প্রিয় নারকেল ও মতিচূড় মোদক।

গণেশ চতুর্থী উৎসব

বাঙালায় এসে মোদকেরও বাঙালিকরণ ঘটেছে।

গণেশ চতুর্থী উৎসব

ছানার মোদক, ক্ষীরের মোদক বা চকলেটের মোদকও পাওয়া যাচ্ছে।

গণেশ চতুর্থী উৎসব