পর্যটকদের খুবই প্রিয় উত্তর সিকিম। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বরফে থাকে ঢাকা।
লাচুং-চু নদীর পাশেই অবস্থিতি এই পাহাড়ি গ্রাম এখন বরফাবৃত।
লাচুং থেকে ইযুমথাং এ ভিড় পর্যটকদের। লাচুং থেকে ইযুমথাং দূরত্ব মাত্র ২৩ কিলোমিটার।
হাতের কাছে বরফ দর্শন মানেই আপনি বাছতে পারেন লাচুং
গ্যাংটকে এক রাত্রি থেকে পরের দিন সকালে বেড়িয়ে পড়ুন লাচুং এর উদ্দেশে।
লাচুং যাওয়ার পথটাও বেশ সুন্দর।
লাচুং একটি ছোট্ট গ্রাম। পাশেই লাচুং চু নদী।
লাচুং চু নদী বরফ পড়ে অপরূপ হয়ে যায়।
শীতের দিনে পাহাড় উপভোগ করতে গেলে বর্ষশেষে লাচুং এ আসতেই হবে।