নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষায় ছোট থেকে বড় সকলে হই হুল্লোড়, খাওয়া দাওয়া, মজা, আনন্দ, পিকনিক করে কাটবে উৎসবের মরসুমটা হাতে খুব বেশি টাকা নেই। তাহলে এমন পরিস্থিতিতে কোন কোন উপহার দিতে পারবেন? নানা ধরনের গনেশ মূর্তে পাওয়া যায় দোকানে। দেখতেও হয় দারুণ। আবার বাড়িতে রাখাও শুভ পারসোনালাইজড গিফট দিতে পারেন এই সময়ে। সেটা কফি মগ হতে পারে। আবার পোশাকও হতে পারে। কিংবা ফোটো ফ্রেম কোনও নতুন কিছু শুরুর আগে মিষ্টি মুখ করে নিতে পারেন। কেক দিয়ে মিষ্টি মুখ করুন। ছোট থেকে বড় সকলেই পছন্দ করে সুস্থতার জন্য বিশেষজ্ঞরা ড্রাই ফ্রুটস খাওয়ার পরামর্শ দেন। প্রিয়জনকে নতুন বছরের উপহারে দিন নানারকমের ড্রাই ফ্রুটস প্রিয়জনকে যেকোনও গাছ উপহার দিন। ফুল গাছ হতে পারে। বাড়ি সাজানোর বাহারি গাছ হতে পারে চকোলেট খেতে কে না ভালোবাসে। ছোট থেকে বড় সকলের কাছেই চকোলেট দারুণ একটি উপহার