করোনার মেঘ এখনও কাটেনি। অর্থনীতির ওপর চাপ এখনও কাটেনি। পাল্লা দিয়ে বেড়েছে বেকারত্ব। অক্সফ্যামের বার্ষিক রিপোর্ট বলছে, করোনাকালে ভারতে গরিব আরও গরিব হচ্ছে। আর ধনীরা আরও ফুলে ফেঁপে উঠেছে।
এই পরিস্থিতিতে আজ সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
সকাল ১১টায় ২০২২-২৩-এর সাধারণ বাজেট পেশ করবেন তিনি।
প্রথম পর্বের বাজেট অধিবেশন চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশন ১৪ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলবে।
২০২২-এ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন।
তার আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেটে কোনও চমক থাকে কিনা, সেটাও দেখার।