আয়কর ছাড়ের সীমা ছাড়ের সীমা আড়াই লক্ষ টাকা থেকে বাড়বে বলেই আশা করদাতাদের
সব করদাতাই যাতে রিবেট লাভের সুযোগ পান, সেই প্রত্যাশাও রয়েছে করদাতাদের
এই সীমা আপাতত দেড় লক্ষ টাকা। এই সীমা বৃদ্ধি সরকার করবে, এমনই প্রত্যাশা করদাতাদের
গৃহঋণে সুদের ওপর কর ছাড়ের সীমা বাড়া উচিত বলে মনে করেন করদাতারা।
গৃহঋণে প্রিন্সিপালের ক্ষেত্রে পৃথক করের সুবিধার দাবিও রয়েছে
স্ট্যান্ডার্ড ডিডাকসনের সীমা বৃদ্ধি- করদাতাদের প্রত্যাশা, ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হোক
ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে বলেও আশা করদাতাদের একাংশের। কারণ, এতে বিদ্যুৎ, ইন্টারনেটের মতো খাতে খরচ বেড়েছে
আয়করের ক্ষেত্রে নয়া কর ব্যবস্থা করদাতাদের অনুকূল হচ্ছে না। কারণ, এতে ডিডাকসনের সুবিধা মিলছে না। পরিস্থিতি অনুযায়ী কর ছাড় প্রাপ্তির ব্যবস্থা হোক, এমনই দাবি করদাতাদের।
অটল পেনশন যোজনায় অধিকতম পেনশন ৫ হাজার টাকা। তা বাড়িয়ে ১০ হাজার টাকা করার দাবি উঠেছে।
করদাতাদের পেনশনের সুবিধা- যাঁরা ধারাবাহিকভাবে, নিয়মিত ট্যাক্স দিয়ে থাকেন, তাঁদের ৬০ বছরের পর পেনশনের ব্যবস্থা করা উচিত বলেও মনে করেন বিশেষজ্ঞদের একাংশ