গার্লিক চিকেন
ABP Ananda

গার্লিক চিকেন অত্যন্ত সুস্বাদু খাবার।

গার্লিক চিকেন

বাড়িতেই গার্লিক চিকেন
ABP Ananda

বাড়িতেই বানিয়ে ফেলা যায় গার্লিক চিকেন।

বাড়িতেই গার্লিক চিকেন

পদ্ধতি
ABP Ananda

কীভাবে বানাবেন গার্লিক চিকেন?

পদ্ধতি

উপকরণ
ABP Ananda

চিকেন সহ আদা, লঙ্কা, ডিম, রসুন প্রয়োজন।

উপকরণ

ABP Ananda

রসুন বাটা, লঙ্কা বাটা, ডিম দিয়ে ম্যারিনেট করতে হবে।

ম্যারিনেট

ABP Ananda

ভাজার আগে কর্নফ্লাওয়ার ও ময়দা মাখাতে হবে।

চিকেন ভাজা

ABP Ananda

তেল গরম করে নিয়ে চিকেন ভেজে নিতে হবে।

চিকেন ভাজা

ABP Ananda

রসুন কুচি সহ ক্যাপসিকাম ও লঙ্কা দিয়ে ভাজতে হবে।

ভাজার পদ্ধতি

ABP Ananda

চিকেন স্টকে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে ফুটিয়ে গ্যাস অফ করে পাত্রে ঢেলে দিতে হবে।

পরিবেশন