২০২৩ সালের রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু।

গত ২৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত।

আগামী বছর ৩০ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আয়োজন করা হয়েছে।

বোর্ড সূত্রে খবর, ২০২৩ সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে OMR শিটে।

রেজিস্ট্রেশন কোনও ভুল হলে তা সংশোধনের সময়সীমা: ২২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি।

অ্যাডমিট কার্ড দেওয়ার তারিখ: ২০ এপ্রিল। পরীক্ষার দিনক্ষণ: ৩০ এপ্রিল হবে এই পরীক্ষা।

রেজিস্ট্রেশনের জন্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in যেতে হবে।

ইমেল আইডি, ফোন নম্বর সহ গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে।

যে সব তথ্য চাওয়া হচ্ছে তার স্ক্যান করা কপি আপলোড করতে হবে নিয়ম মেনে।

অনলাইনে দিতে হবে রেজিস্ট্রেশন ফি। অনলাইনেই জমা দিতে হবে ফর্ম।

স্বীকৃতি স্বরূপ যে স্লিপটি পাবেন, সেটি নিজের কাছে রেখে দিতে হবে পরীক্ষার্থীকে।