লবঙ্গ দাঁতের ব্যথা দূর করে। মাড়ির ক্ষয় নিরাময় করে। ট্রেনে বা বাসে যাওয়ার সময় যদি মাথা ঘুরতে থাকে ও বমি এসে যায়, তাহলে মুখে একটি লবঙ্গ রাখলে উপকার মিলবে। ট্রেনে বা বাসে যাওয়ার সময় যদি মাথা ঘুরতে থাকে ও বমি এসে যায়, তাহলে মুখে একটি লবঙ্গ রাখলে উপকার মিলবে। সাইনোসাইটিস রোগে লবঙ্গ খুব উপকারি। ধোঁয়া, রোদ এবং ঠান্ডার জন্য শ্লেষ্মা বেড়ে নানা ধরনের মাথা ব্যথা হলে লবঙ্গ উপকার দেয়। লবঙ্গ ব্রণের চিকিৎসায় ব্যবহৃত হয়। ব্রণের দাগ দূর করতে লবঙ্গের পেস্ট ব্যবহার করতে পারেন। লবঙ্গ শরীর থেকে ক্ষতিকর উপাদানগুলো সরিয়ে রক্তকে পরিশোধন করে। লবঙ্গ চুর্ণ সকালে খালি পেটে এবং দুপুরে খাবারের পরে খেলে খাবারে রুচি ফিরে আসবে লবঙ্গ হজম ক্ষমতা সক্রিয় করে তোলে লবঙ্গর রস শরীরের ভিতরে ইনসুলিন তৈরিতে সাহায্য করে ও কর্মক্ষমতা বাড়িয়ে দেয়