Image Source: Pexels

বাইকের ব্যাপারে যাঁরা ভীষণ ভাবে শৌখিন তাঁরা নির্দিষ্ট সময়ান্তরে বাইক পরিষ্কার করেন।

Image Source: Pexels

সাধের বাইক ভালভাবে পরিষ্কার রাখাও প্রয়োজন। তাহলেই বাইক সঠিকভাবে চালু থাকবে।

Image Source: Pexels

অনেকে গ্যারেজে বাইক পরিষ্কার করতে দেন। অনেকে আবার বাড়িতেই বাইক পরিষ্কার করে নেন।

Image Source: Pexels

বাড়িতে বাইক পরিষ্কারের সময় কোন কোন ব্যাপারে খেয়াল রাখবেন, নজর দেবেন দেখে নিন।

Image Source: Pexels

বাইক পরিষ্কার করার আগে অতি অবশ্যই দেখে নিন বাইক যেন ঠাণ্ডা অবস্থায় থাকে।

Image Source: Pexels

ঠাণ্ডা পরিষ্কার জল দিয়ে বাইক পরিষ্কার করা প্রয়োজন। পাইপের জল দিয়ে বাইক ধুয়ে নেওয়া সবচেয়ে ভাল।

Image Source: Pexels

বাইক পরিষ্কারের ক্ষেত্রে লিকুইড সাবান কিংবা শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

Image Source: Pexels

মূলত ব্রাশ, স্পঞ্জ, ভেজা কাপড় এইসব জিনিস দিয়ে বাইক ভালভাবে পরিষ্কার করা সম্ভব হয়।

Image Source: Pexels

সাবান দিয়ে বাইক পরিষ্কারের পর জল দিয়ে ভাল করে ধুয়ে সমস্ত সাবান তুলে ফেলতে হবে।

Image Source: Pexels

শুধু বাইক ধুয়ে দিলেই হবে না, শুকনো কাপড় দিয়ে সমস্ত জল মুছে নেওয়াও সমানভাবে প্রয়োজনীয়।

Thanks for Reading. UP NEXT

ওলা এস১ ইলেকট্রিক স্কুটারের খুঁটিনাটি ফিচার

View next story