করোনাকালে লকডাউনের জেরে দীর্ঘদিন গৃহবন্দী থাকতে হয়েছে মানুষকে।
দীর্ঘদিন গৃহবন্দী থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠেছেন অধিকাংশ মানুষ।
কারও কারও ক্ষেত্রে এর খারাপ প্রভাব পড়েছে সম্পর্কে।
লকডাউন-পরবর্তী সময়ে সম্পর্কে তাৎপর্যপূর্ণভাবে কমেছে সন্তুষ্টি, ভালোবাসা, ঘনিষ্ঠতা ও আবেগ।
Family Relations-এ প্রকাশিত গবেষণায় এই তথ্যই উঠে এসেছে।
ভারতে লকডাউনের আগে ও পরবর্তী সময়ে দম্পতি ও সম্পর্কে থাকা যুগলের উপর এই সমীক্ষা চালানো হয়।
প্রথমে জানুয়ারি থেকে মার্চ ও পরে মে-তে লকডাউন শেষে একশো যুগলের(বিবাহিত- ৩৫ ও ডেট করা-৬৫) উপর চলে সমীক্ষা।
তাতে দেখা গেছে, যাঁরা একে অপরকে ডেট করছিলেন, তাঁদের কমিটমেন্ট প্রভাবিত হয়নি।
একসঙ্গে সিনেমা দেখেছেন, পুরনো দিনের কথা মনে করে কাটিয়েছেন তাঁরা।
বিবাহিতদের সময় কেটেছে বাড়ির কাজ, সিনেমা দেখে ও রান্না করে।