শুরু হয়েছে উৎসবের মরসুম। দুর্গাপুজোর আবহে চারিদিক সরগরম। এই সময়েই সোনা কেনেন অনেকে। তার আগে জানতে হয় সোনার সঠিক দাম। প্রতিদিন তো বটেই, কখনও কখনও সকালে-বিকেলে পাল্টে যায় সোনার দাম। আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম (silver price) কত চলছে? দোকানে যাওয়ার আগে সেদিনের দাম যাচাই করে নেওয়া গেলে সুবিধা হয় ক্রেতাদের। তাহলেই ঠিক দামে ঠিক জিনিসটি কিনে ফেলা যায়। ঠকে যাওয়ার আশঙ্কাও থাকে না। মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি আজ, ১৮ অক্টোবর, ২০২৩- এ কোন সোনার কত দাম, ২২ ক্যারেটের দাম আজ কোথায় দাঁড়িয়ে? ২৪ ক্যারেট কোন ক্যারেটে দামে কতটা ওঠানামা- রইল একঝলকে ২৪ ক্যারেট (Fine Gold 995) সোনা সবথেকে খাঁটি সোনা। এই সোনা ১ গ্রামের দাম ৫৯৭০ টাকা। ২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে সবথেকে বেশি কাজে লাগে। এই সোনা কিনতে গেলে ১ গ্রামের দাম পড়বে ৫৭৬৮ টাকা ২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে কাজে লাগে। এই সোনা যদি বিক্রি করেন কেউ, তাহলে ১ গ্রামের জন্য দাম পাবেন ৫৪৩২ টাকা। রুপো (৯৯৯)র গয়নার শখ থাকে অনেকের। কেউ ১ কেজি রুপো কিনতে দাম পড়বে ৭২৩১৮ টাকা। ১৮ ক্যারেট সোনা লাগে হিরে ও পাথর সেটিংয়ের গয়না তৈরি করতে। এর ১ গ্রাম কিনতে দাম লাগে ৪৭৫২ টাকা