শুভ অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে রয়েছে সোনার কেনার চল। মহালয়ার প্রাক্কালে বাজারে সোনা-রুপোর সঠিক দাম (silver price) কত চলছে? দোকানে যাওয়ার আগে সেদিনের দাম যাচাই করে নেওয়া গেলে সুবিধা হয় ক্রেতাদের। ঠিক দামে ঠিক জিনিসটি কেনা যায়। মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি আজ, ১৩ অক্টোবর, ২০২৩- এ কোন সোনার কত দাম, ২২ ক্যারেটের দাম আজ কোথায় দাঁড়িয়ে ? ২৪ ক্যারেট কোন ক্যারেটে দামে কতটা ওঠানামা- রইল একঝলকে ২৪ ক্যারেট (Fine Gold 995) সোনা সবথেকে খাঁটি সোনা। এই সোনা ১ গ্রামের দাম ৫৮২১ টাকা। ২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে সবথেকে বেশি কাজে লাগে। এই সোনা কিনতে গেলে ১ গ্রামের দাম পড়বে ৫৬২৩ টাকা। ২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে কাজে লাগে। এই সোনা যদি বিক্রি করেন কেউ, তাহলে ১ গ্রামের জন্য দাম পাবেন ৫২৯৭ টাকা। ১৮ ক্যারেট সোনা লাগে হিরে ও পাথর সেটিংয়ের গয়না তৈরি করতে। এর ১ গ্রাম কিনতে দাম লাগে ৪৬৩৪ টাকা। রুপো (৯৯৯)র গয়নার শখ থাকে অনেকের। কেউ ১ কেজি রুপো কিনতে দাম পড়বে ৬৯৯২২ টাকা। সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।