স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) প্রতিদিন সোনার দাম প্রকাশ করে। সোনা ও রুপো কেনার সময়ে নিচে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। শনিবার কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৫৯৩২ টাকা। এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৭৩০ টাকা। ২২ ক্যারেটের সোনা বিক্রি করতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৩৯৮ টাকা। দিন ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৭২২ টাকা রুপোর দাম (Silver Price) এদিন প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৭৪৫৪৮ টাকা