বেসরকারি ব্যাঙ্কের থেকেও বেশি সুদ পাবেন পোস্ট অফিসের (Post Office) অনেক স্কিমে।
ফিক্সড ডিপোজিট থেকে সেভিংস অনেক ক্ষেত্রে সরকারি বেসরকারি ব্যাঙ্ককে পিছনে ফেলে দেবে পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্প।
পোস্ট অফিস এফডি-তে সুদের হার 6.80 শতাংশ থেকে পরিবর্তিত হয়েছে৷ এখন তা 7.50 pa. থেকে ধারাবাহিক বৃদ্ধি দিচ্ছে।
এই সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে 4 শতাংশ সুদের হার দেওয়া হয়। মনে রাখবেন, এই সুদ সম্পূর্ণ করযোগ্য, তবে কোনও টিডিএস কাটা হবে না।
5 বছরের একটি নির্দিষ্ট মেয়াদের সঙ্গে আপনি 100 টাকা থেকে শুরু করে মাসিক আমানত জমা করতে পারেন। এতে বছরে 6.5 শতাংশ হারে সুদ পেতে পারেন।
এক বছরের 6.9 শতাংশ, দুই- এবং তিন বছরের অ্যাকাউন্টের জন্য 7 শতাংশ এবং পাঁচ বছরের অ্যাকাউন্টের জন্য 7.5 শতাংশ সুদ৷