আর কয়েকমাস পরেই বিয়ের মরসুম। তার আগেই আসছে উৎসবের মরসুম। এই সময়ে সোনার দামের দিকে নজর থাকে বাঙালির। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। প্রতিদিন সোনা-রুপোর দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি আজ ২৫ অগাস্ট, ২০২৩, শুক্রবার কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম রয়েছে প্রতি গ্রাম ৫৮৫২ টাকা। এ দিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৬৫৩ টাকা এ দিন ২২ ক্যারেটের সোনা বিক্রি করতে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৩২৫ টাকা। আজ ২৫ অগাস্ট, ২০২৩, শুক্রবার ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৬৫৮ টাকা এদিন প্রতি ১ কেজি রুপো (৯৯৯)-এর দাম ৭৩,৭২২ টাকা সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।