যে কোনও শুভ অনুষ্ঠানের আগে, শুভ সময়ে, পুজোর সময়ে অল্প হলেও সোনায় নজর থাকেই। উৎসবের মরসুমের জন্য অনেকে আগে থেকেই সোনা কিনে রাখেন।

দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে, দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি

আজ, ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর, বুধবার কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৫৮৬৬ টাকায়।

এ দিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৬৬৬ টাকা।

এদিন ২২ ক্যারেটের সোনা বিক্রি করতে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৩৩৮ টাকা।

আজ, ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর, বুধবার ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৬৬৯ টাকা

রুপোর দাম (Silver Price): এদিন প্রতি ১ কেজি রুপো (৯৯৯)-এর দাম ৭০,৯৬১ টাকা

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।