রেলের এই শেয়ার বছরে দিয়েছে তিনগুণ রিটার্ন, ৬মাসে দ্বিগুণ টাকা

ABP Ananda

বন্দে ভারতের মতো নতুন দ্রুতগামী ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। এতে শেয়ারবাজারে লাভবান হচ্ছে রেলের সঙ্গে সম্পর্কযুক্ত কোম্পানি বা স্টকগুলি

ABP Ananda

এমনই একটি শেয়ার হল ইন্ডিয়ান রেল ফাইন্যান্স কর্পোরেশন। এই কোম্পানির নিয়ন্ত্রণ রেল মন্ত্রকের কাছে রয়েছে।

ABP Ananda

ভারত সরকারের এতে সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব রয়েছে। এই সরকারি কোম্পানির প্রধান কাজ রেলওয়ের জন্য অর্থের ব্যবস্থা সংস্থান করা।

এই কারণে কোম্পানিটি শেয়ার বাজারেও রয়েছে। কোম্পানি রেলের ফান্ড ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত

এই সংস্থাটি 1986 সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর দিল্লিতে রয়েছে।

এই রেলওয়ে স্টকটি মাত্র 7 দিনের মধ্যে 56 শতাংশের একটি দুর্দান্ত গতি দেখিয়েছে।

গত ছয় মাসে এর দাম বেড়েছে 145 শতাংশের বেশি। অর্থাৎ মাত্র ৬ মাসে এই শেয়ারের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি।

ABP Ananda

এক বছরের কথা বললে, এই সময়ে ভারতীয় রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশনের স্টক 200 শতাংশের বেশি বেড়েছে।

ABP Ananda

এটি মাত্র 6 মাসে তার বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুণেরও বেশি করেছে।

ABP Ananda