এই স্টকগুলি ভরসা জিতেছে মানুষের। দিয়েছে মাল্টিব্যাগার রিটার্ন

ABP Ananda
ABP Ananda


গত ৬ মাসে যা বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুণ করে দিয়েছে। জেনে নিন, কোন স্টকগুলি দিচ্ছে দুরন্ত রিটার্ন।


শেয়ারবাজারের নিরিখে চলতি বছর বিশেষ লাভ করেনি নিফটি। এখনও পর্যন্ত নিফটি 50 এই বছর মাত্র 3 শতাংশের বেশি লাভ করেছে।

ABP Ananda
ABP Ananda


এই পরিস্থিতিতেও এমন স্টকের অভাব নেই, যা বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে।


2023 সালের এই ধরনের মাল্টিব্যাগার শেয়ারগুলি সম্পর্কে আপনিও ভাবতে পারেন।

ABP Ananda

এখানে সিঙ্গলক্যাপ কমপক্ষে 2000 কোটি টাকা। আগে জানুন মাল্টিব্যাগার শেয়ার কী।

ABP Ananda

যে শেয়ারগুলি বিনিয়োগকারীর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তত দ্বিগুণ তহবিল গড়ে দেয়, সেগুলিকে মাল্টিব্যাগার স্টক বলে

ABP Ananda

এই কারণেই শেয়ারবাজারের বিনিয়োগকারীরা মাল্টিব্যাগার শেয়ারের পিছনে ছুটছেন।

এর মধ্যে শীর্ষে রয়েছে আইটি কোম্পানি Aurionpro Solutions। এই স্টক জানুয়ারি থেকে প্রায় 200 শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ABP Ananda

এই কোম্পানির বর্তমান বাজার মূলধন প্রায় 2,450 কোটি টাকা। দ্বিতীয় নম্বরে রয়েছে আইটি সেক্টরের নিউক্লিয়াস সফটওয়্যার

ABP Ananda