দীপাবলি, আলোর উৎসব। এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক তথ্য। সবকিছু হয়তো সকলের জানাও নেই।

আর আজকাল কিছু জানার ক্ষেত্রে আমাদের সবচেয়ে ভাল সঙ্গী গুগলের সার্চ ইঞ্জিন।

এবছর দীপাবলির সময় সাধারণ মানুষ গুগলে যা সার্চ করেছেন তার মধ্যে থেকে সেরা ৫টি প্রশ্ন প্রকাশ্যে এনেছেন সংস্থা সিইও সুন্দর পিচাই।

একথা সত্যি যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, আজকাল মোটামুটি সবকিছুরই খোঁজ পাওয়া যায় গুগলের মাধ্যমে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক এবছর দীপাবলি উৎসবের সময় আমজনতার মনে সবচেয়ে বেশি কোন কোন প্রশ্ন জেগেছে।

প্রথম প্রশ্ন- ভারতীয়রা কেন দীপাবলি উৎসব উদযাপন করেন?

দ্বিতীয় প্রশ্ন- দীপাবলির দিন কেন রঙ্গোলি তৈরি করা হয়?

তৃতীয় প্রশ্ন- দীপাবলির উৎসবে আমরা আলো মানে এই প্রদীপ ও অন্যান্য ধরনের আলো কেন জ্বালাই?

চতুর্থ প্রশ্ন- দীপাবলির দিন কেন অনেকের বাড়িতেই লক্ষ্মী পুজো করা হয়?

পঞ্চম প্রশ্ন- দীপাবলির দিন অনেকের বাড়িতেই নিয়ম রয়েছে তেল-হলুদ মেখে স্নান করতে হয়। এটা কেন করা হয়?