ভারতীয় রেলে নানা চিহ্নের ব্যবহার রয়েছে। এক একটি কারণে এক একটি চিহ্নের ব্য়বহার হয়। এই চিহ্নগুলির সাহায্যে বিশেষ বিশেষ বার্তা বোঝা যায়। প্রতিটি প্রতীক বা চিহ্নের বিশেষ অর্থ রয়েছে। কোনওটা রেলকর্মীদের জন্য, কোনওটা যাত্রীদের জন্য দূরপাল্লার ট্রেনের শেষ কামরায় একেবারে পিছনে ইংরেজি X অক্ষর লেখা থাকে সাধারণত সাদা বা হলুদ রংয়ে লেখা থাকে এই ইংরেজি অক্ষর এর অর্থ, ওই ট্রেনের এটিই শেষ কামরা। এর মাধ্যমে স্টেশন মাস্টার, সিগনালবাহক বুঝতে পারেন গোটা ট্রেনটি পেরিয়ে গেল ওই কামরারই পিছনে নীচের দিকে একটি বোর্ডে LV লেখা থাকে। এর অর্থ শেষ যান। ট্রেনের সুরক্ষার জন্যও এটি গুরুত্বপূর্ণ। রাতের অন্ধকারে X বা LV দেখা যায় না। তাই ওই অক্ষরের নীচেই একটি লাল আলো রাখা হয়। সেটা দেখে চিহ্নিত করা যায়।