গুগল ম্যাপের নতুন পরিষেবা স্ট্রিট ভিউ চালু হয়েছে ভারতের ১০টি শহরে। বাড়ি বসেই কোনও এলাকার অলিগলি, রেস্তোরাঁ, দর্শনীয় স্থান এমনকি যানজট জানা যাবে এই ফিচারের সাহায্যে। উল্লেখ্য আপাতত ১০টি শহরে চালু হলেও পরে দেশের অন্যান্য শহরেও গুগল ম্যাপের এই ফিচার চালু হবে। এর আগে ২০১৬ সালে গুগল ম্যাপ এই পরিষেবা ভারতে চালু করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই সময়ে গুগল ম্যাপের স্ট্রিট ভিউ পরিষেবা ভারতে রোলআউট করার প্রস্তাবে রাজি হয়নি কেন্দ্রীয় সরকার। এর প্রায় ৬ বছর পর এবার ভারতে চালু হল গুগল ম্যাপের এই আধুনিক পরিষেবা। চলতি বছরের শেষেই ৫০টি শহরে এই পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে গুগলের। জেনেসিস এবং টেক মহিন্দ্রার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই ফিচার ভারতে চালু করেছে গুগল কর্তৃপক্ষ। বেঙ্গালুরু, মুম্বই, চেন্নাই, দিল্লি, পুণে, নাসিক, আহমেদনগর, অমৃতসর, ভদোদরা, হায়দরাবাদে এই পরিষেবা চালু হয়েছে। নতুন ফিচারের সাহায্যে গুগল ম্যাপ উল্লিখিত ১০ শহরে দেড় লক্ষ কিলোমিটার রাস্তা নখদর্পণে রাখবে।