উৎসবের আবহে সুখবর শোনাল সরকার। ফের স্বল্প সঞ্চয় প্রকল্পে বাড়ল সুদের হার।

ABP Ananda

যদিও কিছু যোজনা নিয়ে এবারও হতাশ হলেন বিনিয়োগকারীরা।

ABP Ananda

চলতি অর্থবছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ত্রৈমাসিকে বজায় থাকবে এই হার

ABP Ananda

একই সঙ্গে পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ কিষাণ বিকাশ পত্রের সুদের হারে কোনও পরিবর্তন হয়নি

ABP Ananda

যা বাড়িয়ে ৬ দশমিক ৭ শতাংশ করা হয়েছে।

ABP Ananda

সুদের হার 20 বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে।

যদিও বিভিন্ন মেয়াদের পোস্ট অফিস ডিপোজিট স্কিমের সুদের হারে কোনও পরিবর্তন হয়নি